কুমিল্লায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনের অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার তিন ঘণ্টা পর ডাবল লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ফের চালু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ের থানার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার জানান, ‘এ ঘটনায় আমরা গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে পাঠিয়েছি। আহত বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’
এদিকে ট্রেন দুর্ঘটনার পর দেড় ঘণ্টা পর লাকসাম থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থললে এসে তল্লাশি চালায়। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রেলওয়ের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর হাসানপুর স্টেশনের স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্টরা পলাতক রয়েছেন।
সোনারবাংলা ট্রেনে কর্মরত রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক তানবীর বলেন, ‘ফেনী রেলস্টেশনে আমরা ইফতার সামগ্রী কিনি। হাসানপুর রেলস্টেশনে প্রবেশের আগে ট্রেনটি আঁকাবাঁকা হয়ে দুলতে থাকে। তারপর হঠাৎ বিকট শব্দ হয়। পরে দেখি ট্রেনটির সঙ্গে থেমে থাকা আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়েছে।’