কলম্বিয়ার কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার

লিওনেল মেসি, ফাইল ছবি।

গত জুলাইয়ে ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এর প্রায় দুই মাস পর ফের মুখোমুখি সাক্ষাতে পেরে উঠল না লিওনেল স্কালোনির শিষ্যরা। গোটা ম্যাচে ছন্দের অভাবে নাজেহাল থেকে খালি হাতেই মাঠ ছাড়ল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছে আর্জেন্টাইনরা। আলবিসেলেস্তেদের অজেয় যাত্রা থামিয়ে পুরনো ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিল কলম্বিয়ানরা।

ইয়ের্সন মসকেরা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন নিকোলাস গঞ্জালেজ। এরপর লড়াইয়ে ব্যবধান গড়ে দেন হামেস রদ্রিগেস। নিজে জাল খুঁজে নেওয়ার আগে সতীর্থকে অ্যাসিস্টও করেন তিনি।

এই হারে টানা ১২ ম্যাচ অপরাজিত (১১ জয় ও এক ড্র) থাকার যাত্রা থামল আর্জেন্টিনার।