সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের চরিত্রের মধ্যে গণতন্ত্র নাই, তাদের কাঠামোর মধ্যে গণতন্ত্র নাই। স্বাধীনতার পরে তারা একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। আজকে আবার এই ১৪ বছরে ধরে ওপরে গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।
তিনি বলেন, বিএনপির আন্দোলন জনগণের জন্যে, জনগণের ভোটের অধিকার, বাঁচার অধিকার, মত প্রকাশের অধিকার করার অধিকারের জন্য। তাই আগামী ১৯ নভেম্বর বিভাগীয় গণসমাবেশে সিলেটবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই সরকারকে কড়া বার্তা দিতে হবে।
আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে দেশকে দেউলিয়ার পর্যায়ে নিয়ে এসেছে। তারা আজ জনগণকে বিদ্যুৎ দিতে পারছে না, অথচ এক সময় এই বিদ্যুৎ নিয়ে সরকারের লোকেরা দম্ভোক্তি করেছিলো। আজ দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে, সরকার জনগণকে কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন। অথচ তারা লুটপাটের টাকায় দেশে-বিদেশে আয়েশী জীবন-যাপন করছেন। সকল দমন-পীড়ন উপেক্ষা করেই দেশের মানুষ এদেরকে ক্ষমতা টেনে হিঁচড়ে নামিয়ে আনবে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা মামুন রশিদ মামুন, ইসতিয়াক আহমমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, নেমান উদ্দিন মুরাদ, মনিরুজ্জামান উজ্জল, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আবু তাহের, ময়নুল হক, ফয়সল আহমদ, মামুনুর রশিদ, এডভোকেট মোস্তাক আহমদ, অর্জুন ঘোষ, আক্তার হোসেন রাজু, আহাদ চৌধুরী শামীম, আজিজুল ইসলাম আজিজ, জামিল আহমদ চৌধুরী, মিনহাজ আহমদ চৌধুরী, লিটন আহমদ, কাজী মেরাজ, এডভোকেট মামুন আহমদ রিপন, তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, জোনাক আহমদ প্রমুখ।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে আাগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত প্রচার মিছিল ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, ফালাকুজামান জগলু, হাজী তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, বিএনপি নেতা মাহবুবুল হক, মনিরুল ইসলাম তুরন, লোকমান আহমেদ, নিজাম উদ্দিন তরফদার, মাহমুদ আলী, হাজী আসাদ, হাজী পাবেল, আব্দুস সালাম টিপু, তোফায়েল আহমেদ, বাবলু আহমেদ রনি, সোহেল ইবনে রাজা, মোবারক হোসেন তুহিন, মকসুদুল করীম নোহেল, রায়হানুল হক, ফয়জুল ইসলাম পীর, আনোয়ার আহমেদ, সাদেক আহমেদ, আশিক আলী, মন্তাজ আলী ঠাকুর, নজমুল ইসলাম, দুলাল আহমেদ, রুশন আলী, রিপল আহমেদ, নাহিদ আহমেদ, মজন আলী মজন, সোহানুর রহমান সামাদ, হুমায়ুন আহমেদ, মেহেদী হাসান সাজাই, রেদুয়ান আহমেদ, সালাউদ্দিন লিটন, মনজু আহমদ মঞ্জু, সাদিকুর রহমান নাঈম, বাবলা মিয়া, আব্দুল গফুর, রাজ খান ইমন, আদনান আহমদ, আবু সাহেদ, মাসুদ আহমদ সেবুল আহমেদ, আব্দুস সামাদ, তানভীর আহমেদ, জহুরুল আলম, সানোয়ার বক্ত, ফাহিমুল ইসলাম ফাহিম, শাহ সানী, মামুন আহমেদ, সানুর আহমদ প্রমুখ।