নেদারল্যান্ডসের বিপক্ষে কি এক নাটকীয় ম্যাচ জিতলো আর্জেন্টিনা। প্রথমে দুই গোল দিয়েও শেষ মুহুর্তেই ডাচদের রুপকথার মতো প্রত্যাবর্তনে হার চোখ রাঙাচ্ছিল মেসির দলকে। শেষ পর্যন্ত টাইব্রেকারে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত কিপিংয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে আলবেসেলিস্তারা।
এই ম্যাচেই নতুন আরও একটি রেকর্ডের ভাগিদার হয়েছেন মেসি। ডাচদের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে নিখুঁত দক্ষতায় লক্ষ্যভেদ করেছেন । আর এই গোলে বিশ্বকাপে মেসির গোল ১০টি।
আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে মেসি ছাড়া ১০টি গোল করেছেন শুধুমাত্র গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ডাচদের বিপক্ষে গোল করে বাতিস্তুতার পাশেই বসেছেন মেসি।
প্রথমে শেষ মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ছাড়িয়েছিলেন ম্যারাডোনাকে। এবার কোয়ার্টার ফাইনালে ডাচদের বিপক্ষে ছাড়ালেন বাতিস্তুতাকে।
বিশ্বকাপ শুরু করেছিলেন ছয় গোল নিয়ে। এই নিয়ে চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচে মেসির গোলসংখ্যা গিয়ে দাড়ালো চারে। শুধু গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে গোল পাননি। এছাড়া বাকি চার ম্যাচেই গোল এসেছে যাদুকরের পা থেকে।