আজ দেবী বিসর্জন

হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী আজ। বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর।

আজ সকালে দেবীর দশমীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। দশমীবিহিত পূজা শেষে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। ভক্ত-পুণ্যার্থীদের কাঁদিয়ে পরিবারসহ কৈলাসে স্বামীর ঘরে ফিরে যাবেন মা।

পুরাণ মতে, এ তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে লঙ্কার রাজা রাবণকে বধ করেছিলেন দশরথ পুত্র শ্রীরামচন্দ্র। এছাড়া ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই এ মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হয়েছেন দেবী দুর্গা। সনাতনী শাস্ত্র অনুযায়ী, এ বছর দুর্গা দেবী এসেছিলেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে। দেবী ফিরেও যাচ্ছেন ঘোড়ায়। ঘোড়ায় ফিরে যাওয়ার অর্থ সামাজিক অস্থিরতা।

দেবী দুর্গা অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। মাতৃরূপিণী মহাশক্তি দুর্গা অশুভ শক্তির কবল থেকে বিশ্ব ব্রহ্মান্ড ও ভক্তকুলকে রক্ষা করেন। এই অমিত চেতনার সঙ্গে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি যুক্ত হয়ে দেবী দুর্গাকে বাঙালি হিন্দু সমাজ ‘ঘরের মেয়ে’ হিসেবেই বরণ করে নেয়।

এ বছর দেশে ৩২ হাজার ৪০৮টি মন্ডপে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। আর রাজধানীতে ২৪৬ মন্ডপে পূজার আয়োজন করা হয়। আজ রাজধানীতে দুর্গাদেবীর বিসর্জন উপলক্ষে শত শত ভক্ত জড়ো হবেন বুড়িগঙ্গা তীরে। প্রতিমা বিসর্জনের মাধ্যমে আগামী বছর মা দুর্গার প্রত্যাবর্তন কামনা করে ভক্তরা অশ্রম্নসজল বিদায় জানাবেন দেবীকে।

এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবার বিসর্জনের পর প্রতিমার অলঙ্কার ও পোশাক চুরি ঠেকাতে নৌ-পুলিশ তৎপর রয়েছে।

সিলেট ভয়েস/এএইচএম