সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সিলেট নগরীসহ সুনামগঞ্জের দিরাইয়ের বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনসাধারণের সাথে একাধিক মতবিনিময় সভা করেছেন। এসব সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শিশির মনির বলেছেন, সকলের সহযোগিতায় দুর্নীতিমুক্ত ক্রিয়েটিভ উন্নয়নের নতুন দিরাই শাল্লা গড়তে চাই।আগামী দিনের দিরাই-শাল্লায় দুর্নীতি থাকবে না, থাকবে না লুটপাট দুর্নীতি। সকলের সহযোগিতায় আমরা দুর্নীতির বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করব। আমরা মিথ্যার বিরুদ্ধে সত্য, কালোর বিরুদ্ধে সাদা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। যেখানে হিন্দু-মুসলমান ভেদে একটি শান্তিময় সমাজ গড়ে ওঠবে। পিআইসির নামে লুটপাট চলবে না, চলবে না থানার দালালি কিংবা মামলা বাণিজ্য। প্রত্যেক মানুষ ধর্ম-বর্ন নির্বিশেষে সমান সুযোগ সুবিধা পাবেন। একজন মানুষ উপজেলা হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা পাবেন, এলাকার রাস্তাঘাটেও পরিবর্তন আসবে আমরা এমন রাজনীতি করব। এই রাজনীতি কারও একার পক্ষে করা সম্ভব নয় এজন্যে সকলের সহযোগিতা দরকার।
গতকাল রোববার বিকেল চারটায় দিরাই উপজেলার তারাপাশা মিলনগঞ্জ বাজার ও সন্ধ্যায় আকিলশাহ বাজারে পৃথক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
এর আগে তিনি রাড়ইল গ্রামে গণসংযোগ করেন। শনিবার বিকেলে উপজেলার রজনীগঞ্জ (টানাখালী) বাজারে সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেন।পরে কর্ণগাও পয়েন্টে মতবিনিময় করে রাতে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন। শনিবার সকালে দিরাই উপজেলা হাসপাতাল ও নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদ পরিদর্শন করেন।
শুক্রবার সন্ধ্যায় দিরাই পৌরসভার মজলিসপুরে বিশিষ্ট ব্যবসায়ী আশীষ দাসের বাড়ীতে এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।
এসব সভায় স্থানীয় বিশিষ্টজনেরা বক্তব্য দেন। এর আগে শুক্রবার বিকেলে তিনি দিরাই বাজারের প্রতিটি দোকানে দোকানে গণসংযোগ করেন।
সিলেটে মতবিনিময় সভায় মিলনমেলা..
এদিকে,নগরীতে সিলেটস্হ দিরাই শাল্লাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের দরগাগেইটের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি দিরাই-শাল্লার সর্বস্তরের লোকজনের মিলনমেলায় পরিণত হয়।
শাল্লার শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় ধীরেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে দেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।এতে তিনি বলেন, আমরা দিরাই শাল্লার অতীতের সকল জঞ্জাল মাড়িয়ে আগামীর দুর্নীতিমুক্ত নতুন দিরাই শাল্লা গড়ে তুলতে চাই। যেখানে কোনো সিন্ডিকেট থাকবে না। জলমহাল, পিআইসি আর টেন্ডারবাজি কেন্দ্রীক রাজনীতি থাকবে না। রাজনীতি হবে শুধুমাত্র মানুষের জন্যে, মানুষের কল্যানের জন্যে। সবাই নিজ নিজ অধিকার পাবেন। আমরা দিরাই শাল্লার সিন্ডিকেট ভেঙে দিতে চাই। এজন্যে সুন্দর দিরাই শাল্লা গড়তে হলে, সিন্ডিকেট ভেঙে দিতে হলে অবশ্যই সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে এগিয়ে এসেছি আপনাদেরকেও এভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। দিরাই শাল্লার জন্যে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
ইবনে সিনা রিকাবীবাজারের ইনচার্জ রেজাউল করিমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ,শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ,
জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম সিফত আলী, সিলেট কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস শহীদ মনির, দৈনিক জালালাবাদের প্রধান নির্বাহী ড. নুরুল ইসলাম বাবুল,ছাতলপাড় মাদরাসার সুপার মাওলানা আব্দুল হাই, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. আশীষ রঞ্জন রায় চৌধুরী,
শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাশ, সাবেক প্রধান শিক্ষক পিযুস কান্তি দাস, সাবেক শিক্ষক পুলিন বিহারী দাস , সমাজসেবী আশরাফ মনির। স্বাগত বক্তব্য দেন শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী। শুরুতে কুরআন তেলাওয়াত করেন এমসি কলেজের
ইসলামের ইতিহাসের গেস্ট টিচার মাওলানা সোহাইল আহমদ ও গীতা পাঠ করেন সাবেক প্রধান শিক্ষক বাবু রতি রঞ্জন রায়।
সভাপতির বক্তব্যে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র দাস বলেন, শিশির মনির দিরাই শাল্লার একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তিনি নিজের যোগ্যতায় আজ জাতীয় পর্যায়ে অবস্থান তৈরি করেছেন যা নিঃসন্দেহে দিরাই-শাল্লাবাসীর জন্যে গৌরবের। আগামী দিনে তার পাশে দাড়ালে,তাকে সমর্থন করলে নির্ধিদ্বায় বলা যায় অবহেলিত দিরাই-শাল্লা এগিয়ে যাবে।