দিরাই পৌরসভার বাজেট ঘোষণা, সর্বোচ্চ বরাদ্দ সড়কে

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের প্রায় সাড়ে ৩৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন মেয়র বিশ্বজিৎ রায়। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সর্বমোট ৩৬ কোটি ৪৫ লক্ষ ৫৫ হাজার ৭৭৬ টাকা ১৩ পয়সার প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজস্ব আয় ২ কোটি ৫৬ লক্ষ ৩০ হাজার টাকা, রাজস্ব ব্যয় ২ কোটি ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা, উন্নয়ন বরাদ্দ ৩৩ কোটি ৮৯ লক্ষ ৮০ হাজার ৭৭৬ টাকা ১৩ পয়সা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৮৭ লক্ষ টাকা ও সার্বিক বাজেট উদ্ধৃত ২ লক্ষ ৮০ হাজার টাকা। সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ ধরা হয়েছে পৌরসভার রাস্তা নির্মাণ খাতে।

বাজেট ঘোষণা পরবর্তী উন্মুক্ত আলোচনায় মেয়র বিশ্বজিত রায় দিরাই পৌরসভাকে যানজটমুক্ত ও ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপ, রবীন্দ্র বৈষ্ণব, জুয়েল তালুকদার, রেজাউল করিম, পংকজ পুরকায়স্থ অমর, আবুল কাশেম, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, সামছুল ইসলাম খেজুর, সুয়েব হাসান, প্রশান্ত সাগর দাস, ইমরান হোসেন, আবু হানিফ চৌধুরী, মোশাহিদ আহমেদ সরদার, হিল্লোল পুরকায়স্থ, মোজাহিদ ইসলাম সরদার, সাইদুর রহমান তালুকদার, জীবন সুত্রধর, মুক্তার হোসেন প্রমুখ।

১৯৯৯ সালে ১৭টি গ্রাম নিয়ে কালনীর তীরে অবস্থিত দিরাই পৌরসভার যাত্রা শুরু হয়। ২০০১ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌর নির্বাচনে পর পর তিনবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ২০২০ সালে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে চতুর্থতম মেয়র নির্বাচিত হন বিশ্বজিৎ রায়।