শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে বড় ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে সাবিনা-মারিয়ারা।
শুক্রবার (১ ডিসেম্বর) ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে সাবিনার কর্ণার কিক থেকে হেড করে গোল করেন আফ্রিদা খন্দকার।
১৬ মিনিটে তহুরা মারিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ হয় সাবিনাদের। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল না হলেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশের মেয়েরা।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন তহুরা খাতুন। লম্বা পাসে ৬০ মিনিটে বক্সের মধ্যে সুন্দর একটি বল পান এই ফরোয়ার্ড। বুদ্ধিদীপ্তভাবে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে তহুরা ম্যাচে দ্বিতীয় দফায় বল জালে জড়ান। ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ গোল বাড়ানোর চেষ্টা করেছে আর সিঙ্গাপুর বেশি সময় কাটিয়েছে নিজেদের অর্ধেই।
সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১২ ধাপ এগিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে পিছিয়ে ছিল। বল পজিশন, আক্রমণ সব কিছুতেই এগিয়ে ছিল বাংলাদেশ। এর আগে সিঙ্গাপুর ২০১৭ সালে বাংলাদেশকে হারিয়েছিল। ছয় বছর পর বাংলাদেশ নিজেদের মাঠে সিঙ্গাপুরকে হারিয়ে তার মধুর প্রতিশোধও নিল।