গণঅভ্যত্থান পরবর্তী রাষ্ট্র কাঠামোর সংস্কার ও সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সফর করেছে কেন্দ্রীয় ছাত্রদলের একটি টিম।
সোমবার (২৫ নভেম্বর) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের দুই যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি ও মওদুদ আহমদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার আব্দুল মজিদ কলেজ ও পাগলা সরকারী মডেল হাইস্কুল এণ্ড কলেজ পরিদর্শন করেন।
এসময় গণঅভ্যূত্থান পরবর্তী বাংলাদেশে ছাত্ররাজনীতি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করেন ছাত্রদল নেতৃবৃন্দ।
এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নের অংশ হিসেবেই এই সাংগঠনিক সফর। আমরা শান্তিগঞ্জে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছি। তাদের প্রত্যাশার কথা জেনেছি। তাদের যে প্রত্যাশা সেটি দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই অন্তর্ভূক্ত। ৩১ দফার একটি দফা হচ্ছে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত, পেশীশক্তি মুক্ত করে শিক্ষাবান্ধব করা। সেই বিষয়ে আমরাও তাদের আশ্বস্ত করেছি। তারাও আশ্বস্ত হয়েছে। এবং তারা কথা দিয়েছে যদি আমরা তাদের প্রত্যাশা বাস্তবায়ন করতে পারি তবে তারা ছাত্রদলের পাশে থাকবে।’
এসময় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেক, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া, সদস্য সচিব শাহাদাৎ হোসেন কামরান, আহ্বায়ক কমিটির সদস্য মানসুর আহমদ, জাবেদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা ইমরান আহমদ, আবু তাহের ইমন, আল আমিন, সিদ্দিকুর রহমান পাপ্পু, সুমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।