সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন বধ্যভূমিতে নির্মিত বাংলাদেশের স্বাধীনতার শহীদস্মৃতি উদ্যানে আগামীকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।
একাত্তরে সিলেটের অন্যতম এই বৃহৎ বধ্যভূমিতে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অরাজননৈতিক সংগঠন এবং স্কুল-কলেজের পক্ষ থেকে নিবেদন করা হবে শ্রদ্ধাঞ্জলি। ২৬শে মার্চ সকাল থেকে সর্বস্তরের মানুষ স্বাধীনতার বেদীমূলে আত্মউৎসর্গকারীদের নিবেদন করতে পারবেন পুষ্পার্ঘ্য।
মহান স্বাধীনতা দিবসে এই স্মৃতি উদ্যানে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য সিলেটের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ‘বাংলাদেশের স্বাধীনতার শহীদস্মৃতি উদ্যান, সিলেট’-এর বাস্তবায়ন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক (অব), বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়া উদ্দিন আহমদ এবং মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা।
গত ৪ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নান্দনিক এই স্মৃতি উদ্যানের। ৬৬ জন শহীদের নাম সংবলিত এই স্মৃতি উদ্যানটি সিলেট ক্যাডেট কলেজের পূর্বপ্রান্তে অবস্থিত।