সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, আন্দোলন শুরু হয়ে গেছে। বাধা দিয়ে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপির কোনো বিভাগীয় সমাবেশ ঠেকানো যায়নি, সিলেট বিভাগীয় সমাবেশও ঠেকানো যাবে না। সারাদেশের ন্যায় আগামী ২০ নভেম্বর সিলেটে জনতার ঢল নামবে। জনরোষে এই সরকার পালাবার পথও খুঁজে পাবে না।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শাহপরান গেট এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গৌছ উদ্দিন পাখির সভাপতিত্বে ও বদরুল ইসলাম আজাদ মেম্বারের সঞ্চালনায় পথসভায় প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সরকার গণতন্ত্র ও জনগণকে ভয় পাচ্ছে, মানুষকে ভয় পাচ্ছে। যেভাবে মানুষ জেগে উঠছে, এখানে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। আমি বিশ্বাস করি এখানে গণঅভ্যুত্থান সৃষ্টির মধ্য দিয়ে এই স্বৈরশাসককে সরে যেতে হবে। সে কারণেই আমরা অনেকবার বলেছিলাম যে, এখনও সময় আছে সেফ এক্সিট নেন। রিজাইন করেন এবং ক্ষমতা কেয়ারটেকার সরকারের হাতে দেন। তাহলে একটা সেফ এক্সিট হতে পারে। তা না হলে পালাবার পথ খুঁজে পাওয়া যাবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, শামীম আহমদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, কামরুল হাসান শাহীন, নিজাম উদ্দিন জায়গিরদার, আকবর আলী, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, বুরহান উদ্দিন, রফিকুল ইসলাম শাহপরান, হাবিবুর রহমান হাবীব, আহাদ চৌধুরী শামীম, আজিজ হোসেন আজিজ, মাহবুব আলম, সোলেমান আহমদ চেয়ারম্যান, আকতার হোসেন রাজু, জালাল উদ্দিন, সুমেল আহমদ চৌধুরী, দেলোয়ার হোসেন নাদিম, মাসরুর রাসেল, আবুল কাশেম, ফরিদ আহমদ, আশরাফুল আলম আহাদ, রায়হান এইচ খান, জসিম উদ্দিন, আব্দুস সালাম, আফজল হেসেন, আজমল হোসেন অপু, ইমাম মোহাম্মদ জহির, সাইফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।