১২ দিনে ৩১৭ কিমি হেঁটে বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছেছেন মোস্তফা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে দীর্ঘ ১২ দিন ৩১৭ কিলোমিটার পথ হেঁটে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন ময়মন‌সিংহ জেলার ফুলপুর উপ‌জেলার মো. মোস্তফা (৭১)। গতকাল শুক্রবার দুপু‌রে তি‌নি জা‌তির পিতার সমা‌ধি‌তে পৌঁছান। এরপর কিছু সময় বিশ্রাম নি‌য়ে বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধ বে‌দি‌র সাম‌নে দাঁ‌ড়ি‌য়ে ফা‌তেহা পাঠ ও মোনাজাত ক‌রেন। এ সময় ছে‌লে মো. ম‌নিরুজ্জামানও তার স‌ঙ্গে ছি‌লেন।

এর আগে গত ৮ আগস্ট বিকেলে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে হেঁটে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন এই বৃদ্ধ। মোস্তফা ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদ স্বরূপ ২৫ বছর জুতা পরিধান করেননি মোস্তফা। এমনকি বিয়েও করেছিলেন খালি পায়ে। পরে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় ঘোষণা করা হলে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক তাকে জুতা উপহার দিয়েছিলেন। তারপর থেকে তিনি জুতা পরিধান করা শুরু করেন।