হামলার জন্য প্রধানমন্ত্রীসহ ৩ জনকে দায়ী করলেন ইমরান

পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চের অর্ন্তভুক্ত একটি সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার পর শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ভাষণে ইমরান দাবি করেন, তিনি আগেভাগেই জানতেন তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী শাহবাজসহ ৩ জনকে তার ওপর হামলার জন্য দায়ী করেন।

শুক্রবার লাহোরের শওকত খানম হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় জনগণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইমরান খান। তিনি বলেন, হামলার এক দিন আগেই আমি খবর পেয়েছিলাম গুজরাটের ওয়াজিরাবাদে ওরা আমাকে হত্যার পরিকল্পনা করছে। এ ব্যাপারে পরে আমি আবার বিশদে জানাবো। আপাতত এটুকু বলতে চাই, ওরা আমাকে চারটি গুলি করেছে।

ভিডিও বার্তায় ইমরান দাবি করেন, তাকে হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও আইএসআইয়ের মেজর জেনারেল ফয়সাল নাসিরের হাত রয়েছে। যদিও এর আগে ইমরান তাকে হত্যাচেষ্টায় তিনজনকে দায়ী করেন বলে পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল।

তিনজনের পদত্যাগও দাবি করে ইমরান খান বলেন, যতক্ষণ বিচার না পাবে, ততক্ষণ দেশ মুক্ত হতে পারবে না। হামলা পরিকল্পনায় যে তিনজন জড়িত, তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে। না হলে, তদন্ত সুষ্ঠ হতে পারে না বলেন ইমরান। তবে তিনি তার দাবির সপক্ষে কোনও প্রমাণ দেননি।

ইমরান খান বলেন, তার উপর চরমপন্থীরা হামলা চালিয়েছে। তবে তার আগে চক্রান্ত করেই তার নামে বিতর্কিত অডিও প্রকাশ করে তাকে ধর্মবিরোধিতার দায়ে দোষী বানানোর চেষ্টা চলছে। যাতে ব্যাপারটাকে এ ভাবে সাজানো যায় যে, তিনি ধর্মবিরোধিতা করেছেন বলেই তাকে হত্যার চেষ্টা হয়েছে।

এ ঘটনার বিচার চেয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার উদ্দেশে ইমরান খান বলেন, সেনাবাহিনী কি আইনের ঊর্ধ্বে? মেজর জেনারেল ফয়সালের কি বিচার হবে? সামরিক বাহিনীর ‘কুলাঙ্গারদের’ জবাবদিহিতার আওতায় আনারও পরামর্শ দিয়েছেন। এছাড়াও পাকিস্তানের প্রধান বিচারপতির উদ্দেশে ইমরান খান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। পাকিস্তানে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে ইরানের মতো বিপ্লব হবে।

ইমরান আরও জানিয়েছেন, বিশেষ সূত্রে আগে থেকেই হামলার খবর পেয়েছিলেন। চক্রান্তকারীদের নাম জানার পর সেই নাম একটি ভিডিও টেপে রেকর্ড করে বিদেশে । যদি তাকে হত্যা করা হয় তবে সেই ভিডিও টেপ প্রকাশ করা হবে।

সূত্র: ডন, জিও