হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি হাওর থেকে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল। হাওরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে সুজাতপুর হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা গ্রামের প্রদীপ দাশের ছেলে সঞ্জয় দাশ (৪৫) ও বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আব্দুল মতিন (৪৮)।
ফায়ার সার্ভিসের দলনেতা পিযুষ কুমার দাস বলেন, সুজাতপুর হাওরে একটি বৈদ্যুতিক তার ঝুলে ছিল। সোমবার (১৫ আগস্ট) রাতে একটি বিয়ের নৌকা যাওয়ার সময় তারে জড়িয়ে হাওরে পড়ে নিখোঁজ হন এক ব্যক্তি। ভোরের দিকে আরেকটি নৌকা যাওয়ার সময় আরও একজন সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। আজ (মঙ্গলবার) সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে প্রায় ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।