হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশায় খান বাহাদুর ওয়াকফ স্টেটের (কেবি) জায়গায় টমটম স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, শিবপাশা বাজারের কাছে খানবাহাদুর ওয়াকফ স্টেটের (কেবি) খাস জায়গায় টমটম স্ট্যান্ড দখল করা নিয়ে টমটম মালিক সমিতি ও খান বাহাদুর স্টেটের (কেবি) পক্ষের লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। টমটম সমিতির লোকজন মঙ্গলবার স্ট্যান্ড দখল করতে গেলে খান বাহাদুর ওয়াকফ স্টেটের (কেবি) পক্ষের লোকজন বাধা দেন। এর জের ধরে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত লোক আহত হন।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা ও শিবপাশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড টিয়ার গ্যাস ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।