হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের টায়ার-১ এর খেলার উদ্বোধন হয়েছে।
রবিবার (০৩ মার্চ) সকালে প্রধান অতিথি হিসাবে এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান। উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জেলা গোপালগঞ্জ জেলাকে ৪ উইকেটে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে গোপালগঞ্জ জেলা সাজিদের শতরানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান রংগ্রহ করে। দলের পক্ষে সাজিত ১০৫ ও শাওন ৪৯ রান সংগ্রহ করে। ময়মনসিংহের রাকিব পান ৩ উইকেট। জবাবে বর্তমান চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে খালিদ হাসান ৮২সংগ্রহ করে। বিজিত গোপালগঞ্জ দলের সেঞ্চুরিয়ান সাজিদ ম্যান অব দা ম্যাচ মনোনীত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনিছুর রহমান প্রিন্স ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য মনির মোল্লা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দলদুটি হল পিরুজপুর ও সিরাজগঞ্জ।