হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় সুষ্ঠু ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। তবে এ দু’টি উপজেলা হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম।
বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা। তিনি বলেন, হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় এখন মানুষ ধান কাটা এবং ফসল তুলায় ব্যস্ত সময় পার করছেন।
বানিয়াচং উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৯০৮ জন। এখানে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়াম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। আজমিরীগঞ্জে মোট ভোটার রয়েছেন ৯৪ হাজার ৪৮২ জন। এখানে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বব্দ্বিতা করছেন।