জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ক্যাম্পাসে ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ডেন্টাল বহির্বিভাগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পে প্রায় অর্ধ শতাধিক গরীব ও মুমূর্ষ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ডেন্টাল সার্জনবৃন্দ এবং ইন্টার্ন চিকিৎসবৃন্দ চিকিৎসাসেবা প্রদান করেন।
ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. তাফাজ্জুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের কাছে মানুষ যে সেবার জন্য আসে, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ডেন্টাল সার্জন এবং ইন্টার্ন চিকিৎসবৃন্দ মানুষের আকাঙ্কিত সেই সেবাটি প্রদান করছেন। আজকের এই ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প থেকে সব পর্যায়ের মানুষ উপকৃত হবে।’
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ আয়োজিত ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-আমিন এসোসিয়েটস (প্রা.) লিমিটেড-এর চেয়ারম্যান প্রফেসর ডা. আজিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুল হক, ফাইন্যান্স ডাইরেক্টর জহির বক্ত, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. এম.এ রকিব, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. সাজ্জাদুর রহমান, সহকারী অধ্যাপক ডা. রুবেল আহমেদ, ডা. মো. মুশফিকুল হাসান, প্রভাষক ডা. মো. নাসির নওয়াজ, সেক্রেটারি অঞ্জন কুমার দাশসহ সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের বিডিএস ৫ম বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ।