সিলেট নগরীর চালিবন্দরের উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসের অন্যতম পরিচালিকা, আজীবন সমাজসেবায় উৎসর্গীকৃত ব্যক্তিত্ব, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের নিরলস কর্মী সুহাসিনী দাসের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আজ। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ মে) হরিদাস-বনলতা-রাকেশ স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান দিনব্যাপী ছাত্রাবাসে উদযাপিত হবে।
আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল ১০টায় সমবেত গীতা পাঠ, বেলা ১১টায় প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সন্ধ্যা ৭টায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
এরপর রাত সোয়া ৮টায় হরিদাস-বনলতা-রাকেশ স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান, রাত সাড়ে ৮টায় ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন এবং রাত সাড়ে ৯টায় হবে অতিথি আপ্যায়ণ।
শ্রীহট্ট মাতার এই মহতী স্মরণানুষ্ঠানে বৃহত্তর সিলেটের সুধী-সজ্জনদের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন চালিবন্দর উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মনোজবিকাশ দেব রায় ও সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর।