সুনামগঞ্জের পাঁচটি আসনের ৭০০ টি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। তারমধ্যে হাওর এলাকার দুর্গম হিসেবে চিহ্নিত ২৬৭ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো শুরু হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সম্মেলন কক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ত্বাবধানে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দিয়ে এই সব ভোটের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।
সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, সুনামগঞ্জের ৫ টি আসনে ৩১ জন প্রার্থী নির্বাচন করছেন এবং নির্বাচনে মোট ৭০০ টি কেন্দ্র রয়েছে তারমধ্যে ৪৩৩ টি সাধারণ ভোট কেন্দ্রে এবং ২৬৭ টি দুর্গম ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে দুর্গম ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ত্বাবধানে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দিয়ে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী আজকেই পৌঁছে দেওয়া হচ্ছে এবং আগামীকাল ৭ জানুয়ারি রাত ৪ টা থেকে ভোর ৬ টার মধ্যে সাধারণ যে ৪৩৩টি ভোটকেন্দ্র রয়েছে সেখানে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।