সুনামগঞ্জে ১২৫ কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু

সুনামগঞ্জে ৯৮১ কিলোমিটার বোরো ফসলরক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটিতে ব্যয় হবে ১২৫ কোটি টাকা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের গাঘটিয়া বাঁধে মাটি ফেলে বাঁধের কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.রাশেদ ইকবাল চৌধুরী।

জেলার প্রায় ১২৩টি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করা হবে আগামী ২০২৪ সালে ১৫ই ফেব্রুয়ারী।

এসময় জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেওয়ান মো. তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান প্রমুখ।