সুনামগঞ্জের হাওর ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। উজানের ঢল আর অতিবৃষ্টিতে ইতোমধ্যে প্লাবিত হয়েছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের বেশ কিছু অংশ। বন্ধ রয়েছে সরাসরি যান চলাচল।
বর্ষার এ সময়টাতে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি (শহীদ সিরাজ) লেক, বারেকের টিলা, শিমুলবাগানসহ বিভিন্ন পর্যটন স্পটে নৌকা করে ঘুরে বেড়ান পর্যটকরা। তবে এখন বৈরী আবহাওয়া ও বন্যার আশঙ্কা থাকায় পর্যটক না আসতে আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
রোববার (২ জুলাই) দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় পর্যটক না আসার এ অনুরোধ জানানো হয়।
জেলা প্রশাসক জানান, এ সময়রে সুনামগঞ্জের আবহাওয়া খুব একটা অনুকূল না। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের আভাস আছে। বৃষ্টি ও ঢলের পানিতে হাওর ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন অবস্থায় সুনামগঞ্জে পর্যটক আসতে আমরা নিরুৎসাহিত করছি। তবে নিষেধাজ্ঞার বিষয়ে সার্বিক পরিস্থিতি আরো পর্যবেক্ষণ করা হচ্ছে।∎
সিলেট ভয়েস/এএইচএম