সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ’র নেতৃত্ব দেওয়া ইমন দোজ্জা আহমেদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগষ্ট) বিকেলে সুনামগঞ্জ সদরে থানার সামনে বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধ করা হয়।

শিক্ষার্থী জিহান জুবায়েরের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাহাত হাসান পৌলমি, সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী তাজকিরা হক তাজিন এবং নর্থ ইস্ট আইডিয়াল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শফি।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এমন কোনো কাজ করিনি যাতে আমরা হামলার শিকার হই। কিন্তু এর পরেও একটা পক্ষ আমাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের পায়তারা চালাচ্ছেন। আজকে আমাদের একজন হামলার শিকার হয়েছে। আগামীকাল অন্যকারো ওপর হবে। আমরা আমাদের নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয়।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা বার বার বলেছি আমরা কোন দলের বিরুদ্ধে দাড়াই নি এবং আমরা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছি না। আমরা সমাজ সংস্কারে কাজ করছি। আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠনে কাজ করছি। সুতরাং এটা আমাদের অপরাধ না।’

উল্লেখ্য, গতকাল শনিবার (১৭ আগষ্ট) সন্ধ্যা ৮ টায় সুনামগঞ্জ শহরের প্রিয়াঙ্গন মার্কেট এলাকায় হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ’র নেতৃত্ব দেওয়া ইমন দোজ্জা আহমেদ। ১০-১৫ জন হামলাকারী তাকে অতর্কিত হামলা চালায়।