মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, সুনামগঞ্জের পক্ষ থেকে বন্যাদুর্গত ১২০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০১ জুলাই) সকালে মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন সদস্যদের নিজ উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার চানপুর এবং চাতলপুরের বন্যাদুর্গত এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস, ডা. গৌতম তালুকদার, এসোসিয়েশনের সভাপতি অনিন্দ্য কুশল পাল, সাধারণ সম্পাদক শেখ সাদাত ইয়ামিন ফাহিম, সহ সভাপতি ইমরান মাহমুদ, উপ প্রচার সম্পাদক নাজমুস সাকিব সহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।
ত্রাণ পেয়ে বন্যা দুর্গত মানুষরা সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন।
মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ সাদাত ইয়ামিন ফাহিম বলেন, ঈদকে সামনে রেখে আমরা বন্যার্ত মানুষগুলোকে একটু সাহায্য করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সুনামগঞ্জবাসীর পাশে থাকবো।’