দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ৬ প্রার্থী। দিরাই সহকারী রির্টারনীং অফিসারের কার্যালয়ে ৬ জন প্রার্থীর ৭টি মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে মনোনয়ন জমা দেন সুরঞ্জিত পত্নী ড. জয়া সেনগুপ্ত। এরপর মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ আল আমিন। তিনি দু’টি মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া, ১টি করে দিয়েছেন গণতন্ত্রী পার্টির অধ্যাপক মিহির রঞ্জন দাস, স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব, সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান এবং যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. শামসুল হক চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।