অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার বনগাঁও সীমান্ত থেকে তাঁদের আটক করে সিলেট-৪৮ ব্যাটালিয়ন।
সিলেট-৪৮ বিজিবি থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সোমবার রাতে জেলার ছাতক উপজেলার বনগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ করে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামের রফিকুল ইসলাম ও যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামের মফিজুর রহমান।
এসময় সিলেট-৪৮ ব্যাটালিয়নের লাবিয়া বিওপির বিজিবি সদস্যরা তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, এক বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে কাজের উদ্দেশে তারা যায়।