এবার সকল ধরণের গ্রাহক সেবা বন্ধ রেখে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে পল্লী বিদুৎ এর কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (৯ মে) সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে দাবি আদায়ে আন্দোলন করেন সমিতিতে কর্মরত সকল ডিজিএম, এজিএম, সুপার ভাইজার, লাইনম্যান, বিলিং সহকারি, মিটাররিডার সহ সকল কর্মকর্তা-কর্মচারী।
অভিন্ন সাভির্স কোড, পিবিএসের প্রতি বৈষম্য দূরীকরণ ও চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরি নিয়মিত করণ সহ বিভিন্ন দাবিতে পঞ্চম দিনের মত সুনামগঞ্জে কর্মবিরতি পালন করা হয়।
এ সময় আন্দোলনকারীরা বলেন, অনতিবিলম্ব দাবি পূরণে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি্র ঘোষণা দেয়া হবে। প্রয়োজনে পল্লী বিদুৎ এর সকল সেবা বন্ধ করে দেয়া হবে বল হুশিয়ারি প্রদান করেন তারা।
কর্মবিরতি চলাকালিন সময়ে বক্তব্য রাখেন সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। বিলিং সহকারি জলি পাল ও মার্জিনা বেগম, লাইন ম্যান আবু সাইদ, রহুল আমীন লাইন ক্রু ওয়ান মিটাররিডার আব্দুল মালেক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন।