সুনামগঞ্জ জেলা আ.লীগের কমিটিতে শাল্লার ৩ নেতা

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্যাডে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

জেলা আওয়ামী লীগের সেই পূর্ণাঙ্গ কমিটিতে শাল্লা উপজেলা থেকে স্থান পেয়েছেন তিনজন।

তারা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য পদে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ (আল-আমিন), উপদেষ্টা পরিষদের সদস্য পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাড: অবনী মোহন দাশ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: আবুল কালাম চৌধুরী।

কমিটি ঘোষণার পর পরই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তাদের নেতাকর্মী ও সমর্থকেরা।

পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ বলেন, আওয়ামী লীগকে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলের জন্য যথাসাধ্য কাজ করবো। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যেক নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের উন্নয়ন মূলক কাজগুলো জনগণের কাছে প্রচার করা সহ সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব।