সুখে দুঃখে নগরবাসীর পাশে থাকবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, জনগণ তাদের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিতের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করে। তারা মনেপ্রাণে চায়, সুসময় বা দুঃসময়ে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে তাদের পাশে থাকেন। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তারা উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি সুখে দুখে নির্ভরতার প্রতীক হয়ে জনগণের পাশে থাকবো।

তিনি বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, নগরবাসীর স্মার্ট সিলেটের স্বপ্ন বাস্তবায়নে সিলেট জেলা পরিষদের জনপ্রতিনিধিদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে নগরবাসীর উন্নতি করতে হবে। এসময় মেয়রকে সংবর্ধনা প্রদান করায় আয়োজকদের শুভেচ্ছা ধন্যবাদ ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদ ২নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মো: মতিউর রহমান, ১২নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মস্তাক আহমদ পলাশ, ১নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-৩ আমাতুজ জাহুরা রওশন জেবীন, ২নং ওয়ার্ডের সদস্য তামান্না আকতার হেনা, ৩নং ওয়ার্ডের সদস্য সুষমা সুলতানা রুহি, ৪নং ওয়ার্ডের সদস্য হাছিনা বেগম, ৫নং ওয়ার্ডের সদস্য মনিজা বেগম, ১নং ওয়ার্ডের সদস্য মোছাদ্দিক আহমদ, ৩নং ওয়ার্ডের সদস্য নাহিদ হাসান চৌধুরী, ৪নং ওয়ার্ডের সদস্য মো: নাসির উদ্দিন, ৫নং ওয়ার্ডের সদস্য মো: আব্দুল হামিদ, ৬নং ওয়ার্ডের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, ৭নং ওয়ার্ডের সদস্য ফয়জুল ইসলাম ফয়ছল, ৯নং ওয়ার্ডের সদস্য মো: শাহজাহান, ১০নং ওয়ার্ডের সদস্য সুবাশ দাশ, ১১নং ওয়ার্ডের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, ১৩নং ওয়ার্ডের সদস্য ইফজাল আহমদ চৌধুরী প্রমূখ।