সিলেট নগরীর চারটি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এছাড়া আরও ৫টি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদীনা হাউজিং, ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়া এবং ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহের কার্যক্রম চালু হয়।
১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ৪টি স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। পরে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী সংশ্লিষ্টদের সাথে নিয়ে স্বাস্থ্য সেবা কেন্দ্র সমূহের কার্যক্রম পরিদর্শন করেন।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নগরবাসির প্রাথমিক সেবা নিশ্চিতকরণে সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সহযোগিতায় এসব প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালিত হবে। এছাড়া শীঘ্রই নগরে আরো ৫টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে।
পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডেই প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে বলে জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা, টিকাদান কর্মসূচি ও সব বয়সীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হবে সিসিকের প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর আফতাব হোসেন খান, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কনা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিসিক মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন, ইউনিসেফের ফিল্ড অব চীফ-সিলেট দিল কাজী দিল আফরোজা ইসলাম, হেলথ অফিসার ডা. মির্জা ফজলে এলাহী, মো, সাইফুল হক মিল্কি প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।