সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১১ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ৪২ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮৭ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে আরও ৮৯ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জান চৌধুরী এবং সকালে ইসলামি আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান তাদের মনোনয়নপত্র জমা দেন। এরপর আব্দুল হানিফ কুটুসহ স্বতন্ত্র অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন।
এছাড়া বিএনপিবিহীন নির্বাচনে গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
মনোনয়নপত্র জমা দেওয়া ১১ মেয়র প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টি মনোনিত নজরুল ইসলাম বাবুল, ইসলামি আন্দোলনের প্রার্থী মুফতি মাওলানা মাহমুদুল হাসান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হানিফ কুটু, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান খান, স্বতন্ত্র প্রার্থী শামছুন নূর তালুকদার, স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন, স্বতন্ত্র প্রার্থী মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জাহান মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা ও জাকের পার্টির মো. জহিরুল আলম।
এর আগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে এই ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
এদিকে শেষ দিনে এসে একে একে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও। বিকাল ৫টা পর্যন্ত চলে মনোনয়নপত্র জমাদান কার্যক্রম।
নির্বাচন কমিশন সিলেট আঞ্চলিক অফিস জানায়, কাউন্সিলর পদে মোট ৩৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষদিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৮৭ জন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৪জন মনোনয়ন ফরম কিনলেও শেষদিন পর্যন্ত ৮৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী নির্বাচনের প্রার্থী বাছাই ২৫ মে ও ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীর ওয়ার্ড ৪২টি।
মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১হাজার ৩৬৪টি।