একুশের চেতনায় সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট আয়োজিত নাট্য প্রদর্শনীর আজ চতুর্থ দিন। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘বধ্যভূমিতে শেষ দৃশ্য’। নাটকটি রচনা করেছেন কাজী মাহমুদুর রহমান এবং নির্দেশনা দিয়েছেন রজত কান্তি গুপ্ত।
এর আগে প্রদর্শনীর তৃতীয় দিনে গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) মঞ্চস্থ হয়েছে আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাস অবলম্বনে নাটক ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’। নাটকটির অনুবাদ ও নাট্যরূপ এবং নির্দেশনা দিয়েছেন কামরুল হক জুয়েল।
নাটকটি থিয়েটার সিলেট এর একটি নিয়মিত প্রযোজনা। নাটকটিতে অভিনয় করেন কামরুল এক জুয়েল, তোফাজ্জল ইসলাম শাকিল, বাহাউদ্দীন নাসিম, সুরভি ব্যানার্জি/সাইমা শহীদ, অনিক মালাকার, অনুপম দাশ, পৃথা, জান্নাত, ইভা প্রমুখ।
আবহ সংগীত পরিকল্পনায় ছিলেন ফারজানা ফেরদৌস সুমি, পোশাক ও শব্দ নিয়ন্ত্রণে ফারজানা ফেরদৌস সুমি, দ্রব্যসামগ্রীতে বাহাউদ্দীন নাসিম, আলোক প্রক্ষেপনে বদরুল আলম ও আলোক পরিকল্পনায় ছিলেন হুমায়ুন কবির জুয়েল।
আগামী ৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটক মঞ্চায়িত হবে।