সিলেটের জিপি-পিপি তালিকা বাতিলের দাবিতে মানববন্ধন

সিলেটের জেলা ও মহানগর আদালতসমূহের পিপি-জিপিসহ প্রকাশিত বিতর্কিত তালিকা বাতিলের দাবীতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের নেতৃবৃন্দ।

রোববার (২০ অক্টোবর) দুপুরে আদালত চত্তরে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ‘সিলেটের আদালতে জিপি হিসেবে যাকে নিয়োগ দেয়া হয়েছে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী এবং পিপি হিসেবে যাকে নিয়োগ দেয়া হয়েছি তিনিও যুক্তরাষ্ট্র প্রবাসী এমনকি বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি প্রবাসে ছিলেন। এছাড়া নিয়োগপ্রাপ্ত আইনকর্মকর্তাদের তালিকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী এবং ফ্যাসিবাদের দোসররাও স্থান পেয়েছে। যা খুবই দুঃখনজনক।’

আদালতের পরিবেশ ও সুষ্টু বিচারকার্য পরিচালনার স্বার্থে উক্ত পিপি ও জিপি তালিকা বাতিল করে আইন পেশায় সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নতুন তালিকা প্রকাশের জোর দাবী জানান তারা।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট মো. আলীম উদ্দীনের সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. আব্দুল খালিককের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, যুগ্ম সম্পাদক এডভোকেট আজীম উদ্দীন, এডভোকেট জামিল আহমদ রাজু, সহকারী সেক্রেটারী এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট মাসুদ আহমদ মহসিন, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট ইয়াসিন খান, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট নাজমুল হুদা, এডভোকেট আবজল মিয়া তালুকদার, এডভোকেট রহমত আলী, এডভোকেট আসাদুল্লাহ, এডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী রেদওয়ান, এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট আফজালুর রহমান, এডভোকেট আব্দুল কাইয়ুম, এডভোকেট মুমিনুজ্জামান, এডভোকেট মাহবুব আহমদ ও এডভোকেট মোর্শেদ আহমদ প্রমুখ।