সিলেটে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের পিঠা উৎসব আগামী ৯ মার্চ থেকে শুরু হবে। এবার সিলেট জেলা ক্রীড়া সংস্থা ভবন প্রাঙ্গণে চারদিনব্যাপী অনুষ্ঠিত হবে পিঠা উৎসব। এ ব্যাপারে ইতোমধ্যে প্রস্তুতি অনেকটাই সম্পন্ন হয়ে গেছে।
জাতীয় পিঠা উৎসবের প্রস্তুতির অগ্রগতি নিয়ে শুক্রবার (৩ মার্চ) রাতে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ সিলেট শাখার সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়েছে।
সংগঠনের সিলেট জেলা শাখার আহ্বায়ক আল আজাদের সভাপতিত্বে ও সদস্যসচিব রজত কান্তি গুপ্তর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন যুগ্ম-আহবায়ক শামসুল আলম সেলিম, যুগ্ম-সদস্যসচিব সুকান্ত গুপ্ত, সদস্য উজ্জ্বল দাশ, খোকন ফকির, নাজিকুল রানা, ধ্রুবজ্যোতি দে, আশরাফুল ইসলাম অনি প্রমুখ।
উৎসবে বাঙালি সংস্কৃতির অন্যতম উপাদান বাহারি পিঠার প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
পিঠা প্রদর্শনী ও বিক্রির জন্য স্টল নিতে আগ্রহীদেরকে সুকান্ত গুপ্ত’র সঙ্গে (মোবাইল নম্বর ০১৭৩৫০২৪২০৫) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।