পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্লিন সিটি সামাজিক সংগঠের উদ্যোগে সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্টে অসহায় দরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে ৪ টাকায় ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) বাদ আছর রিকাবীবাজার পয়েন্টে ক্লিন সিটি সামাজিক সংগঠনের সভাপতি নাজিব আহমদের পরিচালনায় ইফতারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, ক্লিন সিটি সামাজিক সংগঠন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় এ বছর ৪ টাকায় ইফতার বিতরণের আয়োজন করেছে।
বক্তারা আরও বলেন, মানুষের প্রতি মানুষের মমতা আর ভালোবাসার চেয়ে পৃথিবীতে বড় কোনো সম্পর্ক নেই। সাম্য আর ভ্রাতৃত্বের সুমহান বার্তা নিয়ে হাজির হওয়া মাহে রমজানে এই শহরের বুকে আমরাও একে দিতে চাই ভ্রাতৃত্ব আর মমতার নতুন মেলবন্ধন। বয়স্ক রিকশাচালক, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ির চালক, প্রতিবন্ধী, অতিশয় বৃদ্ধ পথচারী মানুষের মাঝে এই ৪ টাকায় ইফতারসামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্লিন সিটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সিলেট শহরে পরিচ্ছন্নতা, সেবামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক জয়ন্ত কুমার দাস, পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পাদক রুহুল আমিন রুহেল, অর্থ সম্পাদক হাফিজুর রহমান পাবেল, সুয়েব নেওয়াজ, আব্দুল লতিফ, মো. রাসেল আহমদ, জানহান, তারেক রহমান, রুবেল আহমদ, জোবের আহমদ, মাহদিন বৈশাখ, কায়কোবাদ, তোফায়েল, রুম্মান, রিফাতুল গনি, ইসতিয়াক, দেলোয়ার, মিসবাহ, রেজওয়ান আহমদ, জালাল জয় প্রমুখ।