সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয় করতে এবং লোডশেডিং কমাতে রাত ৮টার পর সকল মার্কেট ও দোকানপাট বন্ধ রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
রোববার (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
এ প্রসঙ্গে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, দেশের স্বার্থে সরকারের নির্দেশনা মেনে চলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, বিদ্যুৎ দেশের অত্যন্ত মূল্যবান সম্পদ। বিদ্যুৎ সঠিকভাবে বন্টন এবং জনকল্যাণে এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিদ্যুৎ সাশ্রয় করা একান্ত জরুরি।
তাহমিন আহমদ জানান, এ ব্যাপারে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সিলেটের জেলা প্রশাসক, রাত ৮টার পর সকল মার্কেট ও দোকানপাট বন্ধ রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি সকলকে সরকারি নির্দেশনা পরিপালন এবং বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান।