কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট পরিভ্রমণের ১০৪তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ-এর আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সিলেটে (শনিবার) অনুষ্ঠিত হবে ‘রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান’।
আয়োজকরা জানান, শনিবার ১৯ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, (০৪ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর অনুষ্ঠিত হবে বিশ্বপ্রদীপ প্রজ্জ্বলন ও শান্তি প্রার্থনা পাঠ এবং ‘রবীন্দ্র ভাবনায় বাঙালির সাধনা’ শীর্ষক আলোচনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান বাস্তবায়ন পর্ষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্টজন জ্যোতির্ময় সিংহ মজুমদার ও বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক মিহিরকান্তি চৌধুরী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গীয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন উপস্থিত থাকবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।
আলোচনার ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক নিবেদন পর্বে অংশগ্রহণ করবেন জেলা শিল্পকলা একাডেমি, নৃত্যরথ, মণিপুরী কালচারাল একাডেমি মাছিমপুর, মোকাদ্দেস বাবুল, রাণা কুমার সিনহা, জ্যোতি ভট্টাচার্য, প্রতীক এন্দ, সুমনা আজিজ, অনিমেষবিজয় চৌধুরী, নমিতা পাল চৌধুরী (মুক্তা) ও মুন্না দত্ত।
সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটবে। রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন অনুষ্ঠান বাস্তবায়ন পর্ষদের সদস্য সচিব অসিত বরণ দাশ গুপ্ত।