সিলেটে যুবদল-শিবির, স্বেচ্ছাসেবক লীগ ধাওয়া পাল্টা ধাওয়া

অবরোধের দ্বিতীয় দিনে সিলেটের বন্দরবাজারে যুবদল-ছাত্রশিবির ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন।

বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় যুব দল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার নগরীর জেল রোড এলাকা থেকে ১৫/২০ জন যুবদল নেতাকর্মী অবরোধ হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল মহাজনপট্টি পয়েন্টে আসলে সেখানে জামাত-শিবিরের আরেকটি মিছিলে এসে জড় হয়। এসময় কোর্ট পয়েন্টের দিক থেকে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা এসে যুবদল-শিবিরকে ধাওয়া দিলে সংঘর্ষ বেঁধে যায়।

পরে পুলিশ এসে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যুবদল-শিবির পালিয়ে গেলে সেখানে হরতাল নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) আজবাহার আলী শেখ বলেন, বেলা সাড়ে ১১ টার সময় নগরের বন্দরবাজারের করিম উল্লার সামনে নাশকতার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে কেন্দ্রঘোষিত অবরোধ কর্মসূচির পাশাপাশি সিলেটে যুবদলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

সকাল থেকে এখন পর্যন্ত অনেকটা স্বাভাবিকভাবেই চলছে সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহন। তবে যান চলাচল কম থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

অপরদিকে সকাল থেকে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। তবে দূরপাল্লার কোন যানবাহন সিলেট ছেড়ে যায়নি।

পুলিশ জানায়, হরতাল-অবরোধের নামে নাশকতা ঠেকাতে ততপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।