সিলেটে যুব উন্নয়ন অধিদপ্তরের আন্তর্জাতিক যুব দিবস পালন

“যুবকদের জন্য সবুজ দক্ষতা : একটি টেকসই বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার (১২ আগস্ট) বেলা ১১টায় টিলাগড়স্থ যুব ভবন হল রুমে আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মধ্যে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের ডেপুটি কো-অর্ডিনেটর তানিয়া জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, প্রশিক্ষণার্থী আদনান হোসেন।

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উচ্চমান সহকারী মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা মো. নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিক্ষক (পোশাক তৈরি) সাবিনা ইয়াসমিন, বি.ওয়াই.ডি.ও’র সভাপতি ইসা তালুকদার, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি আশফাক উদ্দিন আহমদ, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক, কয়ছর আহমদ কাওছার, আইন সহায়তা কেন্দ্রের সভাপতি বিপ্র দাস বিশু, হিজড়া যুব কল্যান সংস্থার সভাপতি শুক্তা হিজড়া, আত্মকর্মী নিজাম উদ্দিন, নজরুল ইসলাম বাবুল, যুব সংগঠক সেলিম উদ্দীন, আলোকবর্তিকা মানব কল্যাণ সংস্থার সভাপতি নারী উদ্যোক্তা সালেহা বেগম।

এছাড়াও ইমপ্রেক্ট প্রজেক্টের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর বিভিন্ন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও যুব সংগঠন এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তানিয়া জামান বলেন, যে কোনো দেশের যুব সমাজ সেই দেশের সবচেয়ে বড় শক্তি। এই যুব সমাজ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘন সহ গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করেছে। বিশ্বব্যাপী সামগ্রিক পরিবর্তন আনতে যুব সমাজের এই অবদানের জন্য প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। পাশাপাশি বেকার না থেকে যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হওয়ার আহবান জানান।

পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত যুবাদের সনদপত্র ও যাতায়াত ভাতা তুলে দেন।