সিলেটে যথাযথ ভাবগাম্ভীর্যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

সারাদেশের মতো সিলেটেও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

সকাল থেকেই সিলেটের চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্তকস্তবক অর্পণ করেন সিলেটের মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন সহ নানা শ্রেণী পেশার মানুষেরা।

এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সকালে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে দেশকে মেধা শূন্য করতে পাকিস্তানীরা বাংলাদেশের শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। তারপরও দমিয়ে রাখা যায়নি বাংলাদেশকে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এছাড়া, সকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করেন সিলেট বিএনপির নেতৃবৃন্দ।