সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মির্জা লুৎফুজ্জামান বাবর এর উপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ নভেম্বর) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাবর মুক্তি পরিষদ সিলেটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাবর মুক্তি পরিষদ সিলেটের আহবায়ক মো. নুরুল হুদা তালুকদার মিঠুর সভাপতিত্বে ও এনামুল হক উজ্জলের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলার মদন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাবর মুক্তি পরিষদ সিলেটের মাহমুদুর রহমান খোকন, আব্দুল মনাফ, মো. লিটন তালুকদার, আইনুল ইসলাম, ইমন হায়দার লস্কর নাদিম, মো: আমির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, লুৎফুরজ্জামান বাবর একজন সফল রাজনৈতিক ব্যক্তি ছিলেন। লুৎফুরজ্জামান বাবর শুধু একটি নামই নয়, এটি একটি আদর্শের নাম। সারাদেশের মানুষ তাকিয়ে আছে তাঁর মুক্তির দিকে। স্বৈরশাসক হাসিনা আমাদের নেতাকে বিনাদোষে আটকিয়ে রেখেছে। এখনো পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হচ্ছে না।
বক্তারা বলেন, বাবর শুধু কিশোরগঞ্জ নেত্রকোনার নেতাই নয়, তিনি সারাদেশের মেহনতি মানুষের সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। দীর্ঘ ১৭ বছর যাবত মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে বাবরকে জেলে রাখা হয়েছে। অনতিবিলম্বে তাকে মুক্তি না দিলে কঠিন কর্মসূচি দেওয়া হবে।