সিলেটে ফের ভূমিকম্প

মাত্র বারো দিনের মাথায় সিলেট ও এর আশেপাশের এলাকায় ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টা ১৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৪.১৯।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎস আসামের শিলচরের কাছাকাছি। তবে ভূমিকম্পে সিলেট শহর ও এর আশেপাশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

উল্লেখ্য, এর আগে গত ১৪ এবং ২৯ আগস্ট সিলেটসহ সারাদেশে হালকা ভূমিকম্প হয়েছিলো। অবশ্য এতে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয় নি।