দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানেরবিজি-৬০১ এর একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেটে পৌছার পরে হজরত শাহজালাল (র:) মাজার যান তিনি। সেখানে মাজার জিয়ারত শেষে বর্তমানে শাহপরাণ (র.) মাজার জিয়ারতের উদ্দেশে রওয়ানা হয়েছেন। মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে যাবেন তিনি।
সেখানে দুপুরের খাবার শেষে বেলা আড়াইটা থেকে ৩টার ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার কথা রয়েছে।
২০১৮ সালের পর এই প্রথম প্রধানমন্ত্রী সিলেটে কোনো জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন। সেখানে জড়ো হবেন বিভাগের ৪ জেলার ১৯টি সংসদীয় আসনের নেতাকর্মীরা। নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতির দিক-নির্দেশনা শোনার অপেক্ষায় রয়েছেন তারা।