বিশ্ব পর্যটন দিবসে সিলেটে র‍্যালি ও আলোচনা সভা

সিলেটে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে : জেলা প্রশাসক

 বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পুলিশ সুপার আবুল বাশার আতিক, সিলেট চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুশরাত আজমিরি হক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার সুজন বণিক।

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার, কামরুল, সহকারী পুলিশ সুপার আছাবুর রহমান, সিলেট মৎস্য অফিসের সহকারী পরিচালক মো. আরিফ আহমদ, সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সম্পাদক মিঠু দাস জয়, সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়া,জাফলং ট্যুরিজম ক্লাবের সভাপতি রিপন আহমেদ,

সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদি, রুমায়েত ইসলাম, আব্দুল ওয়াদুদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পর্যটন বিভিন্ন ক্লাবের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘সিলেট পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন সারাদেশ থেকে প্রচুর পর্যটক আসেন। কিন্তু সঠিক তথ্য না পেয়ে অনেকেই প্রত্যাশা অনুযায়ী যেতে ব্যর্থ হন।তাই জেলা প্রশাসন থেকে একটি ট্যুর ম্যাপ তৈরি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘পর্যটকদের নিরপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের সংখ্যা বাড়াতে হবে। তথ্য কেন্দ্র স্থাপন করতে হবে। নকল পণ্যের ব্যবসা বন্ধ করতে হবে।’

এসময় জেলা প্রশাসক পর্যটক ও সেবা প্রদানকারীদের মধ্যে আচরণগত পরির্বতনের উপর গুরুত্ব আরোপ করেন।