বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর নিজের জন্মভূমি সিলেটে এসে পৌঁছেছেন শফিউল আলম চৌধুরী নাদেল।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নিজ দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জগলু চৌধুরীর যৌথ পরিচালনায় এসময় বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট রাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, আরমান আহমেদ শিপলু, মহানগর আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক ইলিয়াসুর রহমান ইলিয়াস, সদস্য তাহমিন আহমেদ, রাহাত তরফদার, ইমরুল হাসান, সৈয়দ কামাল, জুমাদিন আহম্মদ, ইলিয়াস আহমদ জুয়েল, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাইম আহমদসহ নেতৃবৃন্দ।
এদিকে, শফিউল আলম চৌধুরী নাদেলকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বরণ করতে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও তার নিজ জেলা মৌলভীবাজারের নেতৃবৃন্দও বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
এসময় বক্তারা শফিউল আলম চৌধুরী নাদেলকে দ্বিতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদক করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃৎজ্ঞতা জানান।
সংবর্ধিত অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি বিশ্বাস রেখে দ্বিতীয়বার দলের এত বড় দায়িত্ব দিয়েছেন। এজন্য আমি তাঁর কাছে চিরকৃতজ্ঞ। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিন-রাত কাজ করছেন, আমাদের সবাইকেও একইভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, এখন দায়িত্ব আরও বেড়ে গেছে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে জন্মভূমি সিলেটের সম্মান যাতে নষ্ট না হয় তার জন্য সবাই সহযোগিতা করবেন এবং সিলেটের মানুষের জন্য আমৃত্যু কাজ করে যাবো।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র। এ উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত-শিবির একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশ আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
বিমানবন্দর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। পরে তিনি দুই ওলি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সিলেট আওয়ামী লীগের প্রয়াত নেতাদেরকে স্মরণ করেন।
উল্লেখ্য, গত শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক পদে পুনর্নিবাচিত হন। শফিউল আলম চৌধুরী নাদেল ২০১৯ সালের ২৬ ডিসেম্বর প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন।