ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি দুধ বহনকারী ট্রাকের চাপায় ৭২ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বদিকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. চান মিয়া বদিকোনার মৃত আব্দুল জামিনিলের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় গাড়ির চালক মো. রাসেল রানা (৩২) ও হেলপার মো শাওন আহমেদ (২৫) আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গাড়িটি বর্তমানে দক্ষিণ সুরমা থানা পুলিশের জিম্মায় রয়েছ।