সিলেট জেলার শাহপরান থানাধীন খাদিমনগর ইউনিয়নের চকগ্রাম নামক স্থানে টিলা কেটে ডোবা ভরাটের দায়ে জসিম উদ্দিন নামে একজনকে আটক করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
পরে তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) লঙ্ঘন করে টিলা কাটার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত আদেশ দেন পরিবেশ অধিদপ্তর, সিলেটের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।
টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, সিলেটের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।