সিলেটে চালের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। জরিমানা করা হয়েছে পাইকারি বাজারের ৫টি প্রতিষ্ঠানকে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বুধবার (১ জুন) দুপুরে চালের বাজার নিয়ন্ত্রণে সিলেটে অভিযান করে এই জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সহায়তা করে র্যাব-৯।
এর আগে সিলেটের বিভিন্ন বাজারে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে একাধিক অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, অতিরিক্ত দামে চাল বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্য ও প্রকৃত বিক্রয় মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকা এবং পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নগরীর প্রধান পাইকারি বাজার কালিঘাটের এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেসার্স সোলেমান ট্রেডার্স, মখদ্দস অ্যান্ড জাকির ট্রেডার্স, খালেদুস সামাদ ট্রেডার্স, আমিনুর রশিদ ট্রেডার্স ও মেসার্স মতিউর রহমান অ্যান্ড ব্রাদার্স।
চালের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আমিরুল ইসলাম মাসুদ।