আজ বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হচ্ছে চারদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব। জেলা ক্রীড়া সংস্থা ভবন প্রাঙ্গণে এই পিঠা উৎসব চলবে ১২ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ উৎসব উদ্বোধন পর্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। আরো উপস্থিত থাকবেন সিলেটের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে পিঠা উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট ও দেশের অন্যান্য জেলা থেকে বাহারি পিঠা নিয়ে এতে অংশ নিচ্ছেন উদ্যোক্তারা। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাংস্কৃতিক পরিবেশনাও থাকছে।
জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আল আজাদ ও সদস্য সচিব রজত কান্তি গুপ্ত পিঠা উৎসবকে সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।