সিলেটে কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

গামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিনে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মৌসুমি বায়ু তুলনামূলকভাবে দক্ষিণাঞ্চলে এখন বেশি সক্রিয়। এ জন্য এসব অঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে। এ প্রবণতা অব্যাহত থাকতে পারে আরও দুয়েক দিন।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, ঈদের দিন রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি হতে পারে। রাজধানীতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিকেলের দিকে বৃষ্টি কমে যেতে পারে। ওই দিন সিলেট, ময়মনসিংহ, বরিশাল বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূলীয় এলাকায় চলমান বৃষ্টি কিছুটা কমে আসতে পারে ঈদের সময়টায়। রাজশাহী ও রংপুর অঞ্চলেও কিছুটা বৃষ্টি হতে পারে।

সিলেট ভয়েস/এএইচএম